আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাঁদের ফেসবকু পেইজ থেকে জানিয়েছে গত ১৫ দিনে তাঁরা পুরাতন অর্ডার ডেলিভারি করেছেন ২৪ হাজার ২০৮টি। এছাড়া নতুন অর্ডার ডেলিভারি করেছেন ২৬৬১ টি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান কারাগারে আছেন। এমন অবস্থায় এই তথ্য প্রকাশ করলো ইভ্যালি।
এদিকে আজ ধানমন্ডি থানার এক মামলায় ইভ্যালির এমডির ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে গুলশান থানার মামলায় ৩ দিনের রিামান্ড শেষ হয়।
প্রতিষ্ঠানটি সাইক্লোন অফারের অর্ডারগুলো ডেলিভারি করতে পারবে কিনা এই নিয়েই যত প্রশ্ন সবার মাঝে। কারণ প্রতিণ্ঠানটির দেনার পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা।
গ্রাহকরা বলছেন, ইভ্যালির রাসেলকে বিজনেস করতে দিলে তিনি দায় মিটিয়ে আগামী ৬ মাসের মধ্যে সকল অর্ডার দিয়ে দিতে পারবেন। এই জন্য গ্রাহক ও মার্চেন্টদের একটি অংশ রাসেলের মুক্তির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।
ইভ্যালি সূত্রে জানা যায়, সরকারের নতুন নিয়মের ফলে প্রতিষ্ঠানটির পুরাতন অর্ডার ডেলিভারি কিছু বিলম্বিত হচ্ছে। তবে তারা প্রতিনিয়তা সেই অর্ডারগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছেন।
এছাড়া এতদিন ইভ্যালি লস দিয়ে প্রোডাক্ট বিক্রি করলেও এখন লাভে প্রোডাক্ট বিক্রি করতে শুরু করেছেন। যেসব লাভ দিয়ে কাস্টমারদের পুরাতন অর্ডার ডেলিভারি করা সম্ভব।
এছাড়া পরিবেশ ভাল হলে বিদেশ থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ পাবে বলেও আশা করছে ইভ্যালির কর্মকর্তারা।
0 Comments