।।শ্যাম সাগর মানকিন।।
প্রিয়তমা
তোমাকে লিখছি – আমার হৃদয়ের কথা
এই অস্থির সময়ের প্রাঙ্গনে দাড়িয়ে
অনেক কিছুই জানাবার ছিল তোমায়
বিশ্বাস করো না বলা থেকে যাবে
কিছু কথা, তবুও তোমাকে আজ লিখছি ।
হয়তো তাতে অতৃপ্তটা রয়ে যাবে
চড়ুই পাখির মত ছুটবে মন অস্থিরতায়
ফুলগুলি একে একে ঝরে পড়বে
বিষন্ন বিকেল পোড়াবে তোমায় ।
কিচ্ছু করার নেই আমার ।
চারপাশ কেমন অশান্ত
তোমাতে যে নিমগ্নতা তা খান খান করে
আর্তনাদ ছড়িয়ে পড়ে । পালক ছড়িয়ে
নিথর পড়ে থাকে বক আর জমাট বাঁধা
রক্তের প্রতিবিম্ব চোখে কেমন অসহায়
সময় ; বাতাসে ফিসফিস ভেসে বেড়ায় আতংক
হায়েনার বিকট চিৎকারে সামনে
থেকে তুমি উধাও , তখন শুধু ভয়
গ্রাস করে ফেলে আমাকে ।
সমস্ত বোধ দিয়ে আমি তখন নিজেকে
জাগিয়ে রাখতে ব্যস্ত , ঢুলুঢুলু চোখে
ঝিমিয়ে পড়লেই হায়েনারা যদি
চড়াও হয়ে বসে !
প্রিয়তমা , তোমাকে লিখছি
প্রতিটা শব্দের পরতে পরতে দীর্ঘশ্বাস
তুমি পাবে । সত্যিই আমি অপারগ ।
নদীতে রুপালী মাছের বদলে ভেসে উঠে
ঝাকে ঝাকে লাশ ; বিছানা ঘরের
নিরাপত্তা রাষ্ট্রের নয় । আশ্চর্য
আমরা তবু বেচে থাকি । প্রতিদিন
কত মানুষ হারিয়ে যাচ্ছে , ওরা
আত্মভোলা হয়তোবা । কই আমিতো
হারাইনি ! কি স্বস্তি
আমি পারিনা এমন স্বস্তি দায়ক ভাবনা
ভাবতে । তাই হয়তো আমি ভালো থাকিনা
আসলে থাকতে পারিনা , আমিতো মানুষ হতে চেয়েছি ।
এভাবে যদি লিখতে থাকি শেষ হবে নাকো
তবে জেনে রেখো একদিন আসছে
যেদিন আমি তোমাকে নির্ভার বলতে পারব
সমস্ত কথা , যা আমি বলতে চেয়েছি...............
0 Comments